মোঘল আমলে বাংলার নৌশক্তি

নদী-সমুদ্র ও জলপথ—এই তিনের মিলনেই বহু জাতির ভাগ্য গঠিত হয়েছে, বহু সাম্রাজ্যের উঠানামা ঘটেছে। মানুষের রাজনীতি যত বদলেছে, জলের ওপর নিয়ন্ত্রণ ততবারই ইতিহাসের চালচক্র ঘুরিয়েছে। ৩৩৪ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যখন এশিয়া মাইনরের পথে ১২০ জাহাজ আর প্রায় ৩৮ হাজার নৌ-সেনা নিয়ে যাত্রা করেন, তখন থেকেই স্পষ্ট হয়েছিল— সমুদ্র নিয়ন্ত্রণ মানেই শক্তি নিয়ন্ত্রণ। আবার ১৫৮৮ সালে ইংরেজদের […]

Continue Reading