
আমাদের কথা: মননে মুক্তির সৌরভ – শিউলিমালা জার্নাল
প্রায় সাতশত বছর উপমহাদেশে নেতৃত্বদানকারী ইসলামী সভ্যতার পতনের পরবর্তী দুই শতাব্দী ধরে বৃটিশ শোষণ আমাদের জাতিকে নিঃস্ব ও দুর্বল করে তোলে। নানা ঐতিহাসিক ঘটনা ও পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের বাস্তবতায় এসে আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা মোটেও আশাব্যঞ্জক নয়। ফলশ্রুতিতে, আজ বিশ্ব মানবতা গভীর সংকটে নিমজ্জিত। এটি কোনো সাধারণ সংকট নয়; বরং এটি মানুষ হিসেবে মানুষের মর্যাদা না পাওয়ার সংকট, জীবনের অর্থ হারানোর সংকট এবং সর্বোপরি এক বিশ্বজনীন আখলাকী সংকট।
এই অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ হলো নিশ্চিত জ্ঞান ও সংগ্রামের ভিত্তিতে একটি ন্যায়েভিত্তিক নতুন দুনিয়ার বুনিয়াদ নির্মাণ।
উপনিবেশ পরবর্তী বাংলার ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, বিগত শতকে এখানে ফাতেমা সাম দেহলভী, সুলতানা রাজিয়া, আরজুমান্দ বানু বা জেবুন্নেসা বেগমের মতো প্রভাবশালী নারী আলেম, মুহাদ্দিস ও রাষ্ট্রনায়কদের পাওয়া যায়নি। ফলস্বরূপ, বর্তমান বাংলা অঞ্চলের মুসলিম নারী সমাজ এক ধরনের আত্মবিশ্বাসহীনতা ও হীনমন্যতায় আক্রান্ত। আন্তর্জাতিক মানের নারী চিন্তাবিদ, আলেম বা স্কলার এ অঞ্চল থেকে উঠে আসছে না।
একইসাথে নারীদের চিন্তাজগতে দুটি প্রান্তিক মতবাদ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে— পশ্চিমা নারীবাদ এবং নসকে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নকারী ডগম্যাটিজম। ফলে সত্যিকারের মুক্তি, মর্যাদা ও অধিকারের কোনো প্রস্তাবনা তৈরি হচ্ছে না।
এই বাস্তবতার প্রেক্ষাপটেই শিউলিমালা একাডেমির সূচনা। বাংলাদেশের নারী অঙ্গন থেকে পরিচালিত এই প্রতিষ্ঠান মূলত জ্ঞানভিত্তিক একটি আন্দোলন। এর লক্ষ্য হলো— বাংলা ভাষাভাষী মানুষের সামনে ইসলামী চিন্তা, দর্শন ও ন্যায়ভিত্তিক সভ্যতার বার্তাকে তুলে ধরা এবং আখলাক, হাকীকত, মর্যাদা ও সম্মান বিনির্মাণকারী যোগ্যতাসম্পন্ন নারী গড়ে তোলা। সে লক্ষ্য পূরণের অংশ হিসেবে নারী অঙ্গনে গবেষণাধর্মী কার্যক্রম প্রসারের প্রয়াসে শিউলিমালা একাডেমি-এর গবেষণা বিভাগ কর্তৃক পরিচালিত অফিসিয়াল ওয়েবসাইট হলো “শিউলিমালা জার্নাল”। মোটাদাগে ছয়টি বিভাগে বাংলা ভাষায় মৌলিক প্রবন্ধ, সংকলন ও অনুবাদ প্রকাশের একটি প্লাটফরম এই জার্নালটি। বিভাগগুলো হলো:
- চিন্তা ও দর্শন
- আখলাক ও নন্দনতত্ত্ব
- রাজনীতি ও অর্থনীতি
- সাহিত্য ও সংস্কৃতি
- ইতিহাস, ঐতিহ্য ও ব্যক্তিত্ব
- বাংলাদেশ
এই জার্নালের লক্ষ্য হলো শিক্ষাঙ্গন থেকে শুরু করে বৃহত্তর জাতীয় জীবনে মুক্তির স্বপ্ন দেখানো—
ব্রিটিশ যায়নবাদী কাঠামো থেকে মুক্তির আলাপ,
সর্বোপরি, ইসলামী সভ্যতার গৌরবজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং উন্নত আখলাক ও নন্দনতত্ত্বের সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করে দেয়ার পাশাপাশি
দেশ, মাটি, মানুষ ও মাতৃভাষাকে ধারণ করে চিন্তা ও জ্ঞানের দাসত্ব থেকে মুক্তি।
আন্তর্জাতিক মানের বিভিন্ন স্কলারদের গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোর পাশাপাশি জার্নালে থাকছে শিউলিমালা একাডেমির সদস্যদের কলমে সমসাময়িক নানা বিষয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ এবং মুক্তিকামী প্রস্তাবনা।
এই জার্নালের লক্ষ্য হলো শিক্ষাঙ্গন থেকে শুরু করে বৃহত্তর জাতীয় জীবনে মুক্তির স্বপ্ন দেখানো—
- ঔপনিবেশিক গোলামী থেকে মুক্তির আলাপ,
- ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন থেকে মুক্তির আলাপ,
- ব্রিটিশ যায়নবাদী কাঠামো থেকে মুক্তির আলাপ,
সর্বোপরি, ইসলামী সভ্যতার গৌরবজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং উন্নত আখলাক ও নন্দনতত্ত্বের সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করে দেয়ার পাশাপাশি
দেশ, মাটি, মানুষ ও মাতৃভাষাকে ধারণ করে চিন্তা ও জ্ঞানের দাসত্ব থেকে মুক্তি।
আন্তর্জাতিক মানের বিভিন্ন স্কলারদের গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোর পাশাপাশি জার্নালে থাকছে শিউলিমালা একাডেমির সদস্যদের কলমে সমসাময়িক নানা বিষয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ এবং মুক্তিকামী প্রস্তাবনা।